ইনট্রাইউটেরিন ইনসেমিনেশন (আইইউআই), কৃত্রিমভাবে গর্ভাধানের অন্য এক পদ্ধতি
আইইউআই হল ডিম্বাশয়ে ডিম্বানু নিঃসরণের সময় সক্রিয় বা গতীশীল শুক্রানু মিশিয়ে দেওয়া বা ইনজেক্ট করার পদ্ধতি।
আইইউআই পদ্ধতি চিকিৎসাক্ষেত্রে কীভাবে সাহায্য করে?
আইইউআই হল প্রথম চিকিৎসা পদ্ধতি যেখানে ওষুধ ও সঠিক সময়ে যৌনসংগমের পরও গর্ভাধান সফল হয় না। স্পার্ম কাউন্ট বা তার জীবীত থাকার হারের ক্ষেত্রে সমস্যা হলে এই চিকিৎসা পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। অথবা ফ্যালোপিয়ান টিউবে মাঝারি ধরনের ব্লকেজ থাকার কারণে মহিলার ডিম্বাশয়ে নিয়মিত ডিম্ব নিঃসরণ না হলে এই চিকিৎসা পদ্ধতির ব্যবহার হয়ে থাকে। অনেক সময় ডিম্বানু প্রতিস্থাপনও আইইউআই পদ্ধতির সঙ্গে সংযুক্তভাবে করা হয়ে থাকে। আবার অনেক ক্ষেত্রে নারী-পুরুষের বন্ধাত্বের সঠিক কারণ খুঁজে পাওয়া যায় না সেক্ষেত্রেও আইইউআই পদ্ধতি প্রয়োগ করা হয়ে থাকে ।
বন্ধ্যাত্ব প্রজনন ও গাইনি সমস্যায় যেকোনো পরামর্শের জন্য যোগাযোগ করুন
ডাঃ কামরুন নাহার
এমবিবিএস, ডিজিও, এমএস (অবস অ্যান্ড গাইনি)
ডিপ্লোমা ইন এআরটি এন্ড রিপ্রোডাক্টিভ
মেডিসিন (কে আই ই এল , জার্মানি)
স্পেশাল ট্রেনিং ইন ইনফার্টিলিটি এন্ড আইভিএফ (সিঙ্গাপুর এবং চেন্নাই)
স্পেশাল ট্রেনিং ইন কসমেটিক গাইনোকোলজি (দিল্লি)
ল্যাপারোস্কোপি এন্ড হিস্টেরোস্কোপিক সার্জন