এন্ডোমেট্রিওসিসের জন্য আর দেরি নয়

মার্চ মাস মানে এন্ডোমেট্রিওসিস সচেতনতার মাস মার্চ 2023।
আমাদের দেশ-সহ গোটা পৃথিবীতেই এই মাসটি এন্ডোমেট্রিওসিস সচেতনতার মাস হিসেবে পালিত হয়। হবে নাই বা কেন? যেটুকু পরিসংখ্যান পাওয়া গেছে তাতে এই রোগে #বিশ্বের ১৭ কোটি৬০ লক্ষ নারী আক্রান্ত। হ্যাঁ, ঠিকই ধরেছেন রোগটি শুধুমাত্র মহিলাদেরই হয়। আর তাই হিলারি ক্লিন্টন, সেলিনা জেটলি বা হালের ক্যাটরিনা কাইফের মতো অনেক সেলিব্রিটিই পিরিয়ডের সময় তলপেটের অসহ্য যন্ত্রনায় কাবু হয়ে পড়তেন। এন্ডোমেট্রিওসিসের ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক সমস্যাকে অনেক সময় ডুবে থাকা বরফখণ্ডের সঙ্গে তুলনা করা হয় কারণ, এর যতখানি দেখা যায়, অদেখা থাকে তার চেয়ে অনেক বেশি।

Scroll to Top