পলিসিস্টিক ওভারি সিনড্রোম

পলিসিস্টিক ওভারি সিনড্রোম (PCOS) নারীদের একটি হরমোনজনিত সমস্যা। এই সমস্যার ফলে নারীদের অনিয়মিত মাসিক বা স্বাভাবিক সময়ের চেয়ে বেশ দীর্ঘ বিরতিতে মাসিক হতে পারে এবং এন্ড্রোজেন লেভেল বেড়ে যেতে পারে। ওভারিতে তখন পর্যাপ্ত আকারে ডিম্বাণু তৈরিতে বাঁধা সৃষ্টি হয়, যার চুড়ান্ত ফল বন্ধ্যাত্ব। বেশিরভাগ ক্ষেত্রে কিছু ওষুধের মাধ্যমে এর প্রতিকার সম্ভব।
⇛ওভারির এই সিস্ট বড় হয়ে গেলে সাধারনত ল্যাপারোস্কপি করে অপসারন করা হয়
⇛ট্রান্সভ্যাজাইনাল সনোগ্রামের মাধ্যমে বড় সুইয়ের সাহায্যে সাকশন পাম্প দিয়ে কম খরচে, কম সময়ে বেশিরভাগ ক্ষেত্রেই অপসারণ করা সম্ভব, যা আমরা গত ১৮ বছর ধরে করে আসছি। এতে হাসপাতালে ভর্তি হবার প্রয়োজন হয়না।
⇛কখনো সিস্ট ফেটে গেলে অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে মারাত্মক বিপদ হতে পারে।
⇛আবার এই সিস্ট কখনো কখনো মাসিকের সঙ্গে চলে যেতে পারে।
⇛বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা প্রতিবেদনে বলা হচ্ছে- যত নারী বন্ধ্যাত্ব সমস্যায় ভুগছেন, তার ৭০%-৮০% নারী পলিসিস্টিক ওভারি সিনড্রোমে আক্রান্ত।

Scroll to Top